News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০০, ১৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড

ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে দেখা গেছে নানা চমক। নিজেদের ম্যাচে জয়ের মুখ দেখেছে জার্মানি ও বেলজিয়াম, তবে ধাক্কা খেয়েছে ফ্রান্স। আইসল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের।

‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের মাঠে প্রথমার্ধে প্যালসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৬৩তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে সমতায় ফেরেন ফরাসিরা। পাঁচ মিনিট পর মাতেতার গোল ফ্রান্সকে লিড এনে দেয়— জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

তবে লিড বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পর, ৭০তম মিনিটে হেইনসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড। শেষ পর্যন্ত ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি ফ্রান্স, অন্যদিকে সরাসরি খেলার আশা টিকিয়ে রেখেছে আইসল্যান্ড।

আরও পড়ুন: টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

এদিকে ‘জে’ গ্রুপে ওয়েলসকে ৪–২ গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের শুরুতে রডনের গোলে পিছিয়ে পড়লেও কেভিন ডি ব্রুইনের জোড়া গোল, মুনিয়ের ও ট্রসার্ডের এক একটি গোল বেলজিয়ামকে সহজ জয় এনে দেয়।

অন্যদিকে ‘এ’ গ্রুপে জার্মানি ১–০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। ম্যাচের একমাত্র গোলটি করেন নিক ওল্টেমাডে। এই জয়ে ৪ ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্টসহ গ্রুপের শীর্ষে অবস্থান করছে জার্মানি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়