News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৬, ১৩ অক্টোবর ২০২৫

টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতের বিশাখাপত্তমে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। 

জ্যোতি ম্যাচ শুরুর আগে বলেন, এটা এমন একটি উইকেট যেখানে ব্যাটাররা রান তুলতে পারবে। আমরা যদি বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে তা আমাদের বোলারদের জন্য সহায়ক হবে।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। অভিজ্ঞ ওপেনার ফারজানা হক পিংকি এবং ব্যাটিং অলরাউন্ডার রিতু মনি দলে ফিরেছেন।

বাংলাদেশের একাদশে আজকের ম্যাচে খেলছেন:
রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটকিপার), সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস হেরে হতাশ নন। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিনি বলেন, টস জিতলে আমরা বোলিংই নিতাম। কারণ পরের দিকে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হতে পারে এবং বল ব্যাটে ভালোভাবে আসবে। ভারতের বিপক্ষে জয় অর্জনের পর দলটি ছিল চরম উচ্ছ্বসিত, তবে এই ম্যাচের আগে তারা বাস্তবে ফিরে এসেছে।

দক্ষিণ আফ্রিকার একাদশেও দুটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন আনেরি ডার্কসেন ও মাসাবাতা ক্লাস। সুনে লুসকে বিশ্রামে রাখা হয়েছে হিপ ফ্লেক্সরের টানজনিত সতর্কতার কারণে। 

দক্ষিণ আফ্রিকার একাদশ:
লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বশ, আনেরি ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালু জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি টায়রন, নাদিন ডি ক্লার্ক, মাসবাতা ক্লাস, টুমি সেকুখুনে, ননকুলুলেকো এমলাবা।

পরিসংখ্যান অনুযায়ী, আগের তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স মিশ্র ফলাফল দেখিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হারের পর এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের ব্যবধানে পরাজয়ের পর টাইগ্রেসরা এখন ব্যাকফুটে। ইংল্যান্ড ম্যাচে ছয়জন ওপেনার কেউই দুই অঙ্কের রান তুলতে পারেননি, যদিও পরের দিকে তিনজন ব্যাটার ২ অঙ্কে পৌঁছেছিলেন।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ ম্যাচের মধ্যে তিনটিতে জয় এসেছে বাংলাদেশের, বাকি ১৮ ম্যাচে হেরেছে। সর্বশেষ সিরিজ খেলা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে, যেখানে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার জয় হয়েছিল।

টুর্নামেন্টে বাংলাদেশের পয়েন্টের অবস্থান: তিন ম্যাচে দুই হারের পর ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। অন্যদিকে, একই সময়ে দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

বাংলাদেশের টাইগ্রেসরা জয়ের পথে ফিরতে আজকের ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে চায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়