নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজরা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।
এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন।
টস পরবর্তী বক্তব্যে তিনি বলেন, আজ আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই পিচে আগে খেলা হয়েছে, তাই আমরা শুরুতেই এর সুবিধা নেওয়ার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি, একটি প্রতিযোগিতামূলক স্কোর গড়ে তুলে সেটি ডিফেন্ড করতে পারব। দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক রয়েছে, তবে তা দীর্ঘ সময় ধরে ধরে রাখা সম্ভব হয়নি। বোলিংয়ে ধারাবাহিকতা অর্জনের লক্ষ্য রয়েছে, আর সেটি অর্জনে আমাদের পরিকল্পনা সহজ ও পরিষ্কার রাখতে হবে। আজকের ম্যাচে একটি পরিবর্তন এসেছে — মেয়ার দলে এসেছেন ইলিংয়ের জায়গায়।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। আমাদের বোলাররা প্রথম দুই ম্যাচে ভালো করেছে, তাই আমরা তাদের শুরুতেই সুযোগ দিতে চেয়েছিলাম। এটা আমাদের জন্য একটি দারুণ সুযোগ, আমরা এখানে আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আমাদের দলে দুটি পরিবর্তন এসেছে — সুমাইয়া এবং নিশিতা দলে যুক্ত হয়েছে।
বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলার পরিবর্তে একাদশে ফিরেছেন সুমাইয়া আক্তার ও নবীন পেসার নিশিতা আক্তার নিশি। আগের ম্যাচে চোট পাওয়া মারুফা আক্তারকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি আজ একাদশে রয়েছেন।
আরও পড়ুন: হংকংয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হলিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মেয়ার।
বাংলাদেশ নারী দল এ ম্যাচের আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে লড়েও জয়ের দেখা পায়নি। বিতর্কিত থার্ড আম্পায়ার সিদ্ধান্ত ও পেসার মারুফা আক্তারের চোটে পড়ায় জয় হাতছাড়া হয় নিগার সুলতানা জ্যোতির দলের। যদিও প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ।
অন্যদিকে, এবারের আসরে এখনো জয়হীন নিউজিল্যান্ড নারী দল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়েছে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয় পেতে মরিয়া কিউইরা।
এখন পর্যন্ত মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচে কোনো জয় নেই বাংলাদেশের। পরিসংখ্যানে এগিয়ে কিউইরা। তবে এবারের আসরে নিগার সুলতানাদের ফর্ম এবং লড়াইয়ের মান দেখে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আজকের ম্যাচটি হতে পারে টাইগ্রেসদের জন্য একটি বড় সুযোগ। জয় পেলে নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসবে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে এখনও পাঁচ ম্যাচ বাকি রয়েছে নিগার সুলতানার দলের। সেমিফাইনালে পৌঁছাতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে তাদের।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজদের আজকের মিশন— “জয়ে ফেরা ও সেমিফাইনালের পথে নতুন আশা জাগানো।”
নিউজবাংলাদেশ.কম/পলি