হংকংয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: সংগৃহীত
দেশের ফুটবলের আজকের রাতটি দীর্ঘদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। টানটান উত্তেজনায় ভরা রোলার কোস্টার ম্যাচে সাত গোল হলেও শেষ হাসি হেসেছে হংকং চায়না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে পরাজিত হয় প্রতিপক্ষের কাছে।
ম্যাচের শুরুতেই দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাঁকানো ফ্রি-কিক প্রতিপক্ষের ডিফেন্ডার স্পর্শ করে জালে জড়ায়। তবে প্রথমার্ধের শেষ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতায় ফেরে হংকং।
বিরতির পর একের পর এক ভুলে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ (৩-১)। মোহাম্মদ সোহেল রানার পরপর দুটি ব্যাকপাস ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হংকংয়ের রাফায়েল মারকিস।
এরপর বদলি হিসেবে নামেন জামাল ভূঁইয়া, ফাহামিদুল, সমিত সোম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। পরিবর্তনের পর খেলার গতি পাল্টে যায়। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। যোগ করা সময়ে সমিত সোমের হেডে সমতা (৩-৩) ফেরায় লাল-সবুজেরা।
তবে নাটকীয়তার শেষ এখানেই নয়। ম্যাচের শেষ মিনিটে আবারও রাফায়েল মারকিসের গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে হংকং চায়না। শেষ বাঁশি বাজতেই স্টেডিয়ামে নেমে আসে বিষাদের ছায়া।
এই পরাজয়ে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই শমিত-জামাল
এদিকে, কোচ হাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচনে আবারও সমালোচনা উঠেছে। সিঙ্গাপুর ম্যাচের মতোই এদিনও তিনি বিতর্কিত স্কোয়াড মাঠে নামান—দলে ছিলেন না জামাল, সমিত, ফাহামিদুল ও জায়ান।
সবুজ ঘাসে হামজা, ফাহামিদুল ও মোরসালিনদের চোখে অশ্রু, আর গ্যালারিতে নেমে আসে নীরবতা। আরও একটি হার, আরও একটি হতাশার রাত সঙ্গী হলো বাংলাদেশের ফুটবলে।
নিউজবাংলাদেশ.কম/এসবি