টস জিতে আফগানদের বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নেওয়ার পর আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে মনমালিন্য কাটিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তিনি জানিয়েছেন, ২৮০ রানের লক্ষ্য রাখার মতো উইকেট মনে হয়েছে। এ ম্যাচে বাংলাদেশের নতুন ওপেনার হিসেবে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের, যিনি সম্প্রতি এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন।
বাংলাদেশের একাদশে আজ খেলছেন: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অপর দিকে, আফগানিস্তানের একাদশে রয়েছেন: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ। আফগান অধিনায়ক শহীদি এই সিরিজে নতুন নেতৃত্ব দিচ্ছেন, যেখানে রশিদ খান ও মোহাম্মদ নবীকে বোলিংয়ে প্রধান ভরসা হিসেবে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে আফগান চ্যালেঞ্জে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের মিডল অর্ডারে রাখা হয়েছে তাওহীদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসানকে। পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে তার জায়গায় তাসকিন আহমেদ ও তানজিম সাকিব এবং নতুন তরুণ পেসার হাসান মাহমুদকে দলে নেওয়া হয়েছে। আফগানিস্তানও প্রাপ্ত সুবিধা কাজে লাগাতে চান, কারণ প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে তারা।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ইতিহাসে ১৯বার মুখোমুখি লড়াই হয়েছে, যেখানে বাংলাদেশ ১১টি জয় পেয়ে এগিয়ে আছে। শেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। বিশেষ করে আবুধাবির শেষ পাঁচটি ডে-নাইট ওয়ানডের চারটিতে আগে ব্যাট করা দলই জিতেছে। তাই দুই দলই ব্যাটিংয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে।
মেহেদী মিরাজ জানিয়েছেন, আমরা টি-টোয়েন্টি সিরিজের মোমেন্টাম ধরে রাখতে চাই। লক্ষ্য রাখছি, শক্তিশালী ব্যাটিং ও বোলিং কম্বিনেশনের মাধ্যমে সিরিজে সাফল্য পেতে।
এই ওয়ানডে সিরিজ থেকে অর্জিত পয়েন্টই আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ র্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও, আফগানিস্তানও প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের এই দ্বৈরথে জয়ের হার, অধিনায়কের কৌশল এবং নতুন অভিষিক্তদের পারফরম্যান্সই শেষ ফলাফল নির্ধারণ করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি