নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি
ছবি: সংগৃহীত
এ বছরের নম্ভেম্বর মাসে বাংলাদেশ সফর করতে আসছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।
শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচিতে বলা হয়েছে, ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।
আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
এছাড়া টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








