News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:২৫, ৪ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটের জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৪ রানের মধ্যে হারায় ৩ উইকেট। তবে মাঝের ওভারে জাকের আলী ও শামীম হোসেনের জুটি এবং শেষ দিকে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের ব্যাটে চাপ সামলে ওঠে দল। ১৯.১ ওভারে ৮ উইকেটে ১৫০ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম (৭ বলে ২) ক্যাচ তুলে ফেরেন। ওমরজাই নিজের পরের ওভারে এলবিডব্লিউ করেন পারভেজ হোসেন ইমনকে (৫ বলে ২)। আত্মবিশ্বাসীভাবে শুরু করেও সাইফ হাসান (১৪ বলে ১৮) মুজিব উর রহমানের ঘূর্ণিতে ক্যাচ তুলে আউট হন।

পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৭ রান তোলে বাংলাদেশ। পরে চতুর্থ উইকেটে জাকের আলী ও শামীম হোসেনের ৩৭ বলে ৫৬ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। জাকের ২৫ বলে ৩২ রান করেন (২ চার, ২ ছক্কা), শামীম ২২ বলে ৩৩ রান করেন (৩ চার, ২ ছক্কা)।

শেষ দিকে নুরুল হাসান সোহান ২১ বলে অপরাজিত ৩১ রান করেন (১ চার, ৩ ছক্কা)। তাকে দারুণ সঙ্গ দেন শরিফুল ইসলাম, যিনি দশ নম্বরে নেমে ৬ বলে অপরাজিত ১১ রান করেন এবং বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন।

আফগানিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ২৩ রানে ৪ উইকেট নেন।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার সেদিকুল্লাহ আতাল ১৯ বলে ২৩ রান করে আউট হন রিশাদ হোসেনের বলে। অন্য ওপেনার ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৩৮ রান করেন। শেষ দিকে ওমরজাই অপরাজিত ১৯ (১৭ বলে) ও মোহাম্মদ নবি ২০ (১২ বলে) রান করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

আরও পড়ুন: শারজাহতে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ, একাদশে দুই বদল

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট, আর শরিফুল ইসলাম নেন ১টি উইকেট।

বোলিংয়ে প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে আফগানদের চাপে রাখেন শরিফুল। পরে ডেথ ওভারে ফিরে ফিরিয়ে দেন বিপজ্জনক রহমানউল্লাহ গুরবাজকে (২২ বলে ৩০)। ব্যাট হাতে শেষ মুহূর্তে নায়ক হয়ে দলকে জয় এনে দেন এই বাঁহাতি পেসার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়