শারজাহতে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ, একাদশে দুই বদল
ছবি: সংগৃহীত
শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ৪ উইকেটে জয় তুলে নেওয়ার পর এবার টাইগারদের সামনে সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক টস জিতে আবারও বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্থ, প্রথম ম্যাচের মতো এবারও রান তাড়া করেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য রাখছে লাল-সবুজের প্রতিনিধি দল।
গতকালের জয়ের একাদশ থেকে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব বিশ্রাম পেয়েছেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে পেস বোলিংয়ে নতুন ভারসাম্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে টাইগাররা দেখিয়েছে চাপের মধ্যে কতটা স্থিতিশীল হতে পারে। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের উদ্বোধনী জুটি দলকে সহজ জয়ের পথে নিয়ে গিয়েছিল। তবে হঠাৎ ব্যাটিং ধসে মাত্র ৯ রানে ৬ উইকেট হারায় দল। সেই সংকট মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন নুরুল হাসান সোহান ও তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তাদের দায়িত্বশীল ব্যাটিং শেষ পর্যন্ত বাংলাদেশকে ৪ উইকেটে জয় এনে দেয়।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
এই জয়ের সুবাদে বাংলাদেশ এখন সিরিজ জয়ের এক পদক্ষেপে এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ডও টাইগারদের পক্ষে। দুই দল এখন পর্যন্ত ১৪ ম্যাচে মুখোমুখি হয়েছে, জয়ের হিসাব সমান ৭–৭। তবে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় এসেছে বাংলাদেশ দলের হাতে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় মানে কেবল সিরিজ নিশ্চিত নয়, আফগানিস্তানের বিপক্ষে সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার বড় সুযোগ। তবে চ্যালেঞ্জ কম নয়। আফগানিস্তানের স্পিনার রাশিদ খান ও নুর আহমাদ আবারও বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারেন। বাংলাদেশের নতুন একাদশ কতটা সঠিক ভারসাম্য নিয়ে আসে, তার ওপর অনেকটা নির্ভর করছে ম্যাচের ফল।
বাংলাদেশ যদি আজকের ম্যাচেও জয় পায়, তবে সেটিই হবে আফগানিস্তানের বিপক্ষে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।
বাংলাদেশ একাদশ (দুই পরিবর্তনসহ):
জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ (দুই পরিবর্তনসহ):
ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ অতল, রহমানুল্লাহ গুরবাজ, দারউইস আব্দুল রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রাশিদ খান, নুর আহমদ, ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই, মুজিব উর রহমান।
ম্যাচ শুরু হওয়ার সময় শারজাহতে বাংলাদেশ সময় রাত ৮:৩০। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাটিংয়ে নতুন ভারসাম্য, অভিজ্ঞ স্পিনারদের কার্যকারিতা এবং ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








