পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পেসার মারুফা আক্তার।
বৃহস্পতিবার (২ অক্টোবর)টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরুতেই বাংলাদেশি বোলার মারুফা আক্তার পাকিস্তানকে চাপে ফেলে দেন। ইনিংসের প্রথম ওভারেই উমাইমা সোহেল ও ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে শূন্য রানে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।
পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় অর্ধশতক পার হওয়ার আগেই চার উইকেট হারায় পাকিস্তান। এরপরও দলকে টেনে নিতে পারেননি বাকি ব্যাটাররা। অধিনায়ক ফাতিমা সানা ২২ রান করে এলবিডব্লিউ হন ফাহিমা খাতুনের বলে। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানেই অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন ৫ রানে ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান ও পাকিস্তান, এক দিনে দ্বিগুণ উত্তেজনা
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ফারজানা হক এলবিডব্লিউ হন ডায়ানা বেগের বলে। এরপর রুবিয়া হায়দারকে সঙ্গী করে ইনিংস গড়েন শারমিন আক্তার। দলীয় ৩৫ রানে শারমিন (১০) আউট হলে উইকেটে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিগার ও রুবিয়ার ব্যাটে ভর করে জয়ের পথে এগোয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬২ রান। দলীয় ৯৭ রানে নিগার ২৩ রানে আউট হলেও জয় হাতছাড়া হয়নি। শেষদিকে রুবিয়া হায়দার (৫৪)* ও সোবহানা মোস্তারি (২৪)* অপরাজিত থেকে দলকে ৩১.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নারী টাইগ্রেসদের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








