বাংলাদেশ বনাম আফগানিস্তান ও পাকিস্তান, এক দিনে দ্বিগুণ উত্তেজনা
ফাইল ছবি
আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকছে। একসঙ্গে দুই ভিন্ন মঞ্চে মাঠে নামছে দেশের পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দল, আর তাতেই দ্বিগুণ উত্তেজনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেতৃত্বে থাকছেন জাকের আলি অনিক।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
আরও পড়ুন: আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত
অন্যদিকে শ্রীলঙ্কায় নারী ক্রিকেট বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয়ের আশায় মাঠে নামবে। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে এবং সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস, নাগরিক টিভি ও টি স্পোর্টসে।
দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি আজ রাতেও থাকছে জমজমাট ফুটবল রোমাঞ্চ, যা দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
ক্রিকেট ও ফুটবলের এই রোমাঞ্চকর দিনটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা টেলিভিশনের পর্দায়। আজকের দিনটি নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য এক উৎসবের দিন।
নিউজবাংলাদেশ.কম/পলি








