News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৫, ১ অক্টোবর ২০২৫

আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত

আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত

ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে ভোটগ্রহণের আগে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে, যা যথেষ্ট চমক সৃষ্টি করেছে।

বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারতেন। এই সময়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

এর মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন। 

এতে করে গায়ক আসিফ আকবর, যিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী ছিলেন, একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকের পদে নির্বাচিত হবেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও একইভাবে আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহারের কারণে। নির্বাচনের শেষ মুহূর্তে তামিমসহ আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও সরে দাঁড়ান। 

এই তালিকায় রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে এই ধরণের বিনা প্রতিদ্বন্দ্বিতার ঘটনা বিরল। বিশেষ করে সংগীতশিল্পী আসিফ আকবরের মতো একজন ব্যক্তি ক্রিকেট প্রশাসনে সরাসরি পদ লাভ করায় তা দেশের ক্রীড়া মহলে বিস্ময়ের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের কার্যক্রম অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ হওয়ার পর আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বোর্ডের নতুন পরিচালনা পর্ষদ কার্যক্রম শুরু করবে, যা দেশের ক্রিকেট প্রশাসনে নতুন গতিশীলতা নিয়ে আসতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়