News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৯, ২৩ আগস্ট ২০২৫

টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দল

ছবি: সংগৃহীত

২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার (২৩ আগস্ট) অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।

বাংলাদেশ ‘এ’ দল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। জিসান আলম ৩৮ বলে ৫০ রান করেন, আফিফ হোসেন ২৩ বলে অপরাজিত ৪৯ রান করে দলের স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইয়াসির রাব্বি ১৫ বলে ২৫ রান করেন। অধিনায়ক নুরুল হাসান (৬) ও সাইফ হাসান (১৫) রান তোলায় ব্যর্থ হন।

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ১৭৫ রানের টার্গেট ১৮.১ ওভারে ৩ উইকেটে পূর্ণ করে। জ্যাক উইন্টার ৩৫ রান করে ফিরে গেলেও ম্যাকেঞ্জি হার্ভে ৫৩ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে জয় এনে দেন। তিনি ১৫টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন। হ্যারি মেনেনটি ১৪ বলে ২৫ রান করে দলের জয়ে সহায়তা করেন। বাংলাদেশের বোলার সাইফ হাসান ৩ ওভারে ২ উইকেট নিয়ে কিছুটা সফল হলেও বাকি বোলাররা চাপ তৈরি করতে ব্যর্থ হন।

আরও পড়ুন: ট্রফি হাতে নিয়ে হাস্যরসের মুহূর্তে ট্রাম্প

গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ‘এ’ দল মাত্র ২টি জয় পায়। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ৩টি জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশের রান রেটও নেতিবাচক থাকায় তারা সেমিফাইনালে উঠতে পারেনি।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে, জিসান আলম ২টি অর্ধশতকসহ ২০৮ রান করে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। বোলিংয়ে, স্পিনার রাকিবুল হাসান ১০ উইকেট নিয়ে দলের শীর্ষ বোলার ছিলেন।

বাংলাদেশ ‘এ’ দলের জন্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হতে পারে। ব্যাটিংয়ে কিছু ভালো পারফরম্যান্স থাকলেও বোলিংয়ে ধারাবাহিকতা ও চাপ তৈরি করতে ব্যর্থতা দলের বিদায়ের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আগামীতে আন্তর্জাতিক মঞ্চে সফল হতে হলে এই দিকগুলোতে উন্নতি প্রয়োজন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়