News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ১৪ আগস্ট ২০২৫

হামজার দুর্দান্ত গোলেও টাইব্রেকারে হেরে বিদায় লেস্টারের

হামজার দুর্দান্ত গোলেও টাইব্রেকারে হেরে বিদায় লেস্টারের

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কারাবাও কাপের প্রথম রাউন্ডে নাটকীয়ভাবে বিদায় নিল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি। জন স্মিথ স্টেডিয়ামে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে লেস্টার দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারল না। 

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর অসাধারণ গোলে লেস্টার এগিয়ে থাকলেও, ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। টাইব্রেকারে হাডার্সফিল্ড ৩-২ গোলে জয় নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে।

ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হামজা চৌধুরী ডি-বক্সের বাইরে থেকে একটি চমৎকার শট নেটের কোণে পাঠান। গোলটি আসে এমন সময় যখন লেস্টারের আত্মবিশ্বাস পুরো শক্তিতে ছিল। ৬৫ মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফেরে, কিন্তু মাত্র তিন মিনিট পর হ্যারি উইনকসের ফিনিশিংয়ে লেস্টার আবারও এগিয়ে যায়। তবে ৭৬ মিনিটে ক্যামেরন এশিয়ার গোল ম্যাচকে আবারও সমতায় ফিরিয়ে আনে।

টাইব্রেকারে লেস্টারের জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকঅ্যাটির শট হাডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলস রুখে দেন। হাডার্সফিল্ড তাদের সুযোগ কাজে লাগিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে সান্ডারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট সান্ডারল্যান্ডের মাঠে।

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। এ সময় বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার অধীনে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।

কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোম ক্লাবের ম্যাচের কারণে এই প্রীতি ম্যাচগুলোতে খেলবেন না। ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী প্রাথমিক দলে থাকলেও, ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা চলছে তাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে। 

আরও পড়ুন: বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, কোচের দেওয়া ২৪ সদস্যের প্রাথমিক দলে হামজা রয়েছেন। তার ক্লাব লেস্টার সিটিকে ইতোমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে। সেপ্টেম্বরে তাকে আনার বিষয়ে ক্লাবটির সঙ্গে বাফুফে আলোচনা করছে।

প্রথম দিনে ক্যাম্পে মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন। আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার যোগ দেবেন। বাকি ক্লাবের খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়নি। কোচ তাদের আগেভাগে ডেকে জিম ও ফিটনেস অনুশীলন করিয়েছেন।

বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক ও এশিয়ান কাপ ম্যাচসমূহ
তারিখ              প্রতিপক্ষ    ভেন্যু
৬ সেপ্টেম্বর     নেপাল       দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু
৯ সেপ্টেম্বর     নেপাল       দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু
৯ অক্টোবর      হংকং         জাতীয় স্টেডিয়াম, ঢাকা
১৪ অক্টোবর     হংকং        হংকংয়ের মাঠ

বর্তমান ‘সি’ গ্রুপে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দুই ম্যাচে ১ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে রয়েছে। গোল ব্যবধানের কারণে ভারত সমান পয়েন্ট পেলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। হংকং ও সিঙ্গাপুর দুটি ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।

এই প্রতিবেদনে লেস্টারের কারাবাও কাপের নাটকীয় ফলাফল ও বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি কার্যক্রমকে একত্রে উপস্থাপন করা হলো, যাতে কোনো তথ্যই বাদ না পড়ে এবং স্বতন্ত্র সংবাদধর্মী শৈলী বজায় থাকে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়