News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১২ আগস্ট ২০২৫

বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন

বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন

ছবি: সংগৃহীত

ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বাগদান করেছেন। বিষয়টি প্রকাশ করেছেন জর্জিনা নিজেই, ইনস্টাগ্রামে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটির ছবি শেয়ার করে “Yes I do” ক্যাপশন দিয়ে।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন প্রায় ১০–১৫ ক্যারেট এবং মূল্য প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।

রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে তিনি জানিয়েছেন, “সঠিক সময় এলে বিয়ে হবে।”

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখান থেকেই শুরু তাদের প্রেমের গল্প। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ১০ নম্বরে বাংলাদেশ

ভক্তদের উত্তেজনা এখন তাদের বিয়ের দিন ও জায়গা নিয়ে। খবর আছে, এটি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজনে, শুধুমাত্র ঘনিষ্ঠজনদের জন্য।

ক্রিস্টিয়ানো-জর্জিনার জীবনে নতুন অধ্যায় শুরু হলো এই বাগদান দিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়