ওয়ানডে র্যাঙ্কিংয়ে পিছিয়ে ১০ নম্বরে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আবারও ১০ নম্বরে নেমে এসেছে।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে ৯ নম্বরে ওঠা বাংলাদেশ ১১ আগস্টের হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে।
বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭, যেখানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৮। পাকিস্তান দলও অবনতি হয়ে ৪ থেকে ৫ নম্বরে নেমেছে। শ্রীলঙ্কা ৫ থেকে ৪ নম্বরে উঠে গেছে।
ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে ৯ নম্বরে উঠে এসেছে। এটি পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম জয় ২০১৯ সালের পর।
অন্যদিকে, পাকিস্তান দল র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে ৫ নম্বরে নেমেছে।
আরও পড়ুন: প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
বিশ্বকাপ সরাসরি খেলার জন্য ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এর মধ্যে থাকা আবশ্যক। যেখানে দক্ষিণ আফ্রিকা (৬ নম্বর) ও জিম্বাবুয়ে (১১ নম্বর) স্বাগতিক হিসেবে ইতোমধ্যে নিশ্চিত।
বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ সংকটে পড়েছে। আগামী দুই বছরে দলকে আরও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে যাতে র্যাঙ্কিংয়ে উন্নতি সম্ভব হয়।
বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত (১২৪ পয়েন্ট), দ্বিতীয় নিউজিল্যান্ড (১০৯) ও তৃতীয় অস্ট্রেলিয়া। বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ও দশ নম্বরে এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন ও ক্রিকেটাররা পরবর্তী সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








