News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:০৫, ১১ আগস্ট ২০২৫

প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ নারী জাতীয় দলও প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল।

রবিবার (১০ আগস্ট) লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় লাল-সবুজের মেয়েরা। তবে সমীকরণের হিসাব অনুযায়ী তাদের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।

গ্রুপ ‘এইচ’-এ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপদের মধ্যে সেরা তিনে থাকতে হতো। একই দিনে ‘ই’ গ্রুপের ম্যাচে চীন ৮-০ গোলে লেবাননকে হারালে সেই সুযোগ নিশ্চিত হয়।

৬ আগস্ট শুরু হওয়া বাছাইপর্বে এশিয়ার ৩৩টি দল অংশ নেয়। আট গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে মূল পর্বে, আর রানার্স আপদের মধ্যে সেরা তিন দল পাবে মূল পর্বের টিকিট। স্বাগতিক থাইল্যান্ডসহ মোট ১২ দল আগামী বছরের এপ্রিলে প্রতিযোগিতায় অংশ নেবে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল। ম্যাচে ১৫ মিনিটে প্রথম গোলও করেছিল তারা এবং প্রথমার্ধে স্কোর ছিল ১-১। তবে দ্বিতীয়ার্ধে ধারাবাহিক গোল হজম করে বড় ব্যবধানে হারতে হয়।

এ বাছাইপর্বে বাংলাদেশ লাওসকে ৩-১ এবং তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়