News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২৬ জুলাই ২০২৫
আপডেট: ১০:৩৮, ২৬ জুলাই ২০২৫

মেসিকে ম্যাচ নিষিদ্ধ ঘোষণা

মেসিকে ম্যাচ নিষিদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে আগামী রবিবার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না দলটি।

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল-স্টার ম্যাচের জন্য ঘোষিত এমএলএস-এর প্রাথমিক দলে ছিলেন মেসি ও আলবা। যদিও ইন্টার মায়ামির অন্য কেউ দলে ছিলেন না। কিন্তু নির্ধারিত সময়মতো তারা মাঠে নামেননি।

ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, মেসি ও আলবা এই ম্যাচে খেলবেন না। তবে কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন এমএলএসের কাছে জমা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে অনুপস্থিতির উপযুক্ত কারণ না দেখাতে পারলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

চলতি মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা লিওনেল মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে তার গোলসংখ্যা সমান। গত সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন: টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়, হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

মেসির নিষেধাজ্ঞায় কিছুটা হতাশ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তার ভাষ্য, “আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। এত ঘনঘন খেলার কারণে মেসির মধ্যে কিছুটা ক্লান্তি দেখা যাচ্ছে। শারীরিকভাবে খেলোয়াড়দের কিছু না কিছু সমস্যা থাকেই, বিশেষ করে যখন প্রতি তিন দিন পরপর ম্যাচ খেলতে হয়।”
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়