News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ২১ জুলাই ২০২৫
আপডেট: ১০:৫৬, ২১ জুলাই ২০২৫

পাকিস্তান দলের ব্যাটিংকে ‘থার্ড-ক্লাস’ বললেন বাসিত আলী

পাকিস্তান দলের ব্যাটিংকে ‘থার্ড-ক্লাস’ বললেন বাসিত আলী

বাসিত আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে হারের পর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে তিনি বলেন, "পাকিস্তানের ব্যাটিং ছিল থার্ড-ক্লাস। পরিকল্পনাহীন, বিশৃঙ্খল ব্যাটিং হয়েছে।"

বাসিত আলীর ভাষ্য অনুযায়ী, ম্যাচের কন্ডিশন অনুযায়ী ব্যাটিংয়ের কোনও পরিকল্পনা ছিল না। তিনি বলেন, "এই ধরনের পিচে সময় নিয়ে খেলতে হয়, সিঙ্গেল-ডাবল নিতে হয়। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা ননসেন্স ক্রিকেট খেলেছে। সাতজন ব্যাটার দুই অঙ্কেও পৌঁছাতে পারেনি—এটা লজ্জার।"

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ব্যাটিং মানসিকতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতির বিষয়েও মন্তব্য করেন বাসিত। বলেন, "এখনই বাবর-রিজওয়ান-শাহীনকে ফেরানোর আলোচনা হচ্ছে। যদি তরুণ দল খেলানো হয়, তাহলে ওদের শেখাতে হবে কিভাবে ব্যাট-বল ধরতে হয়।"

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ

বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, "পারভেজ হোসেন টপ-ক্লাস ফিফটি করেছে, হৃদয়ও দুর্দান্ত ৩৬ রান করেছে। বাংলাদেশ খুব ভালো খেলেছে।"

শেষে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, "দোয়া করি পাকিস্তান সিরিজে ফিরে আসুক, তবে যেভাবে খেলছে তাতে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভোগান্তি হতে পারে। তখন বাবর-রিজওয়ানকেই মনে পড়বে।"

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়