পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে খেলায় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল টাইগাররা।
রবিবার (২০ জুলাই) মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন পারভেজ হোসেন ইমন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ৪ বলে ১ রান করে তানজিদ হাসান তামিম এবং ১ রানেই আউট হন লিটন দাস। তবে চাপ সামাল দেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। দুজনের জুটি দলের ভিত গড়ে দেয়। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড হলেও ইমন ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। জাকের আলী ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
ব্যাটিংয়ে নামার শুরুতেই সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ—ফখর জামানের সহজ ক্যাচ ফেলেছিলেন তাসকিন। কিন্তু নিজেই ফেরত এনে দেন সেই ক্ষতি। নিজের প্রথম ওভারেই ফেরান সাইম আইয়ুবকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ১২তম ওভারে রানআউট হন ফখর (৪৪), ১৯তম ওভারে তাসকিন এক ওভারে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে শেষ পেরেক ঠুকে দেন।
আরও পড়ুন: ৯ বছরের খরা, এবার কি বদলাবে ইতিহাস?
বাংলাদেশের পক্ষে তাসকিন নেন সর্বোচ্চ ৩ উইকেট। মোস্তাফিজ ২টি এবং শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট পান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








