বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট অনলাইনে
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ জুলাই ২০২৫, মিরপুরে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই—তিনটি দিনই সন্ধ্যায়, দেশের অন্যতম জনপ্রিয় ভেন্যু শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজ থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রির পথে হেঁটেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে (https://www.tigercricket.com.bd অথবা সরাসরি টিকিটিং পোর্টাল) ই-টিকিট পাওয়া যাচ্ছে। ব্যাংক, বুথ বা কোনো অফলাইন বিক্রয় চ্যানেল থাকবে না।
বিসিবির পরিচালক মাহবুব আনাম গণমাধ্যমে জানান, এবার দর্শকদের টিকিট প্রিন্ট করার প্রয়োজন নেই; মোবাইলেই ই-টিকিট দেখিয়েই সরাসরি প্রবেশ করা যাবে মাঠে। মাঠে প্রবেশের সময় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টিকিট যাচাই করা হবে।
আরও পড়ুন: সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি
বিসিবি নিশ্চিত করেছে, অনলাইনে বিক্রয়ের পরও যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, তবে সেগুলো ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে সীমিত সংখ্যক দর্শকের জন্য ছাড়া হতে পারে। তবে এই সম্ভাব্য অফলাইন বিক্রির বিষয়ে বিসিবি আগে থেকেই নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেবে।
ক্যাটাগরি মূল্য (টাকা)
ইস্টার্ন গ্যালারি ৩০০
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০
নর্দার্ন গ্যালারি ৪০০
ক্লাব হাউজ ৮০০
ইন্টারন্যাশনাল গ্যালারি ১,৫০০
গ্র্যান্ড স্ট্যান্ড ২,৫০০
ইন্টারন্যাশনাল লাউঞ্জ ৩,৫০০
টিকিট একবার কনফার্ম হলে তা ফেরতযোগ্য বা পরিবর্তনযোগ্য নয়, এবং একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








