News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ১৫ জুলাই ২০২৫

সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফের আলোচনায় এসেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চলছে গুঞ্জন। বিষয়টি নিয়ে এবার সরাসরি সাকিবের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার (১৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “সাকিবের সঙ্গে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। তবে আমি তার সঙ্গে কথা বলব এবং এরপরই বোঝা যাবে কী করা যায়।”

তিনি আরও বলেন, “আমি দল নির্বাচন করি না, সেটি নির্বাচকদের দায়িত্ব। তবে সাকিব যেহেতু এখনো কোনো ফরম্যাট থেকে অবসর নেয়নি, তাকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

গত এক বছর ধরে সাকিবকে ঘিরে জাতীয় দলে ফেরা নিয়ে চলেছে নাটকীয়তা। বোলিং অ্যাকশনে সীমাবদ্ধতার সময় বোর্ড জানিয়েছিল, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে দলে দেখা তাদের পছন্দ নয়। এর জেরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও তার সুযোগ কমে যায়।

আরও পড়ুন: উড়ন্ত পিএসজিকে হারিয়ে ক্লাব চ্যাম্পিয়ন চেলসি

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও নিজের উপস্থিতি জানান দিয়েছেন সাকিব। গ্লোবাল সুপার লিগে তার অলরাউন্ড নৈপুণ্য ফের বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও সামনে রয়েছে নানা জটিলতা, যা কাটিয়ে তাকে দলে ফেরানো আদৌ সম্ভব হবে কি না—তা সময়ই বলে দেবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়