উড়ন্ত পিএসজিকে হারিয়ে ক্লাব চ্যাম্পিয়ন চেলসি
ছবি: সংগৃহীত
নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।
রবিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ফাইনালে দুর্দান্ত জয় তুলে নেয় ব্লুজরা।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল পিএসজি। বরং শুরু থেকেই ছন্দে ছিল চেলসি। ম্যাচের ২২ মিনিটেই গোলের সূচনা করেন কোল পালমার, গুসতোর পাস থেকে। এরপর ৩০ মিনিটে কলউইলের অ্যাসিস্টে আবারও গোল করেন পালমার। ৪৩তম মিনিটে জোয়াও পেদ্রোর গোলে ব্যবধান হয় ৩-০।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও চেলসির জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ফরাসি জায়ান্টরা। শেষ দিকে খেলোয়াড়দের মেজাজ হারানোর মাশুল দিতে হয় পিএসজিকে। ৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেলার চুল টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন জোয়াও নেভেস। দুই মিনিট পর রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড পান উসমান দেম্বেলে।
ম্যাচের একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কর্মকর্তারা। উত্তেজনায় জড়িয়ে পড়েন পিএসজির কোচ লুইস এনরিকেও।
আরও পড়ুন: টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত ১৫ দল ঘোষণা
ট্রেবল জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয় দলটি। অন্যদিকে, কনফারেন্স লিগের পর ক্লাব বিশ্বকাপ জিতে দারুণভাবে মৌসুম শেষ করল চেলসি।
এটি ক্লাবটির দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ জয়। এর আগে ২০২১ সালে ব্রাজিলের পালমেইরাসকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








