ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১০০ কোটি ডলার
ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। ২০২৫ ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি নতুন পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এবার ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) প্রাইজমানি বরাদ্দ করেছে, যা ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড়।
৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি।
২০২২ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাদের প্রায় তিন গুণ অর্থ পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে বোনাস। এছাড়া পার্টিসিপেশন মানি হিসেবে প্রতিটি ক্লাব পাবে মোটা অংকের অর্থ।
ক্লাব বিশ্বকাপের জন্য মোট ১ বিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ রেখেছে ফিফা। এর মধ্যে ৫২৫ মিলিয়ন ডলার পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে অংশগ্রহণকারী ৩২ ক্লাবকে। আর বাকি ৪৭৫ মিলিয়ন ডলার দেয়া হবে পারফরম্যান্স বোনাস হিসেবে।
আরও পড়ুন: ভারতকে কাঁপিয়ে দেশে ফিরলো হামজা-জামালরা
অবশ্য পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো সমান অর্থ পাচ্ছে না। ক্লাবগুলোর ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে যা চূড়ান্ত করেছে ফিফা। যেখানে সর্বোচ্চ অর্থ পাবে ইউরোপিয়ান ক্লাবগুলো। সর্বনিম্ন ১২ দশমিক ৮১ মিলিয়ন থেকে সর্বোচ্চ ৩৮ দশমিক ১৯ মিলিয়ন ডলার দেওয়া হবে ইউরোপ থেকে অংশ নেয়া ক্লাবগুলোকে। যেখানে সর্বোচ্চ অর্থ পাবে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো।
সাউথ আমেরিকার ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে ১৫ দশমিক ২১ মিলিয়ন ডলার। সেন্ট্রাল, নর্থ, ক্যারিবিয়ান, এশিয়া আফ্রিকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ ৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলার। আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নেয়া ক্লাব পার্টিসিপেশন মানি হিসেবে পাবে ৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।
এছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে ফিফা।
আগামী ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
নিউজবাংলাদেশ.কম/পলি








