তারপরও ইতিহাসের পাতায় সাইনা
ঢাকা: ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়ে হার মেনেছেন ভারতীয় সেনসেশন সাইনা নেহওয়াল।
টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিন মারিনের কাছে ১৬-১২, ১৯-১৬ ব্যবধানে হার মেনেছেন হায়দরাবাদি সুন্দরী। ফলে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।
জাকার্তার ইসতোরা সেনায়ানে বিশ্বের দুই নম্বর তারকা সাইনাকে হারাতে ৫৯ মিনিট সময় নেন মারিন। টানা দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলেন ব্যাডমিন্টনের শীর্ষ তারকা।
তবে ফাইনাল হেরেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সাইনা। প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপা জিতলেন তিনি।
এদিকে সাইনা প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপা জেতায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও ব্যাডমিন্টন তারকা জ্বাওলা গুট্টা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








