News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৫

টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে। এরপর ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে বাবর-শাহিনরা।

আইসিসির ভবিষ্যৎ ট্যুর সূচি (এফটিপি) অনুযায়ী, সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। তবে প্রাথমিক পরিকল্পনায় থাকা টি-টোয়েন্টি সিরিজ এবার থাকছে না। পরবর্তীতে নতুন সূচিতে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ যোগ হতে পারে।

দুটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিন ওয়ানডেই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

আরও পড়ুন: পাকিস্তান-ভারতের সুপার ফোরে হ্যান্ডশেক বিতর্ক এড়াতে নতুন নিয়ম

যদিও ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিসিবি প্রস্তাব পাঠালেও পিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সিরিজ শেষে বাংলাদেশ নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে, যার সূচিও এখনো নির্ধারণ হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়