News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ১৩ অক্টোবর ২০২৫

প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম

প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম

ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) নতুন মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও ইতিহাস গড়েন বাবর। ইনিংসে ২৩ রানে আউট হওয়ার আগে ডব্লিউটিসিতে নিজের ৩ হাজারতম রান পূর্ণ করেন সাবেক এই অধিনায়ক।

ইনিংসের শুরুতে সেনুরান মুথুসামির করা এক বল ইনসাইড এজে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। এর মধ্য দিয়ে প্রথম এশিয়ান হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের অনন্য রেকর্ড গড়েন তিনি।

বর্তমানে ৬৭ ইনিংসে বাবরের সংগ্রহ ৩ হাজার ২১ রান। তার ব্যাটিং গড় ৪৭.২৫ এবং স্ট্রাইক রেট ৫৪.১। তালিকায় তিনি এখন ইংল্যান্ডের জ্যাক ক্রলির ঠিক নিচে অবস্থান করছেন, যার সংগ্রহ ৯৫ ইনিংসে ৩ হাজার ৪১ রান।

এশিয়ানদের মধ্যে বাবরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি ৭১ ইনিংসে করেছেন ২ হাজার ৮২৬ রান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে নিজের ১০ম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন গিল। ধারাবাহিকতা বজায় থাকলে তিনিও শিগগিরই ৩ হাজার রানের ক্লাবে নাম তুলবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানসংগ্রাহকরা

৬,০৮০ – জো রুট (ইংল্যান্ড)

৪,২৭৮ – স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

৪,২২৫ – মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)

৩,৬১৬ – বেন স্টোকস (ইংল্যান্ড)

৩,৩০০ – ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

৩,২৮৮ – উসমান খাজা (অস্ট্রেলিয়া)

৩,০৪১ – জ্যাক ক্রলি (ইংল্যান্ড)

৩,০২১ – বাবর আজম (পাকিস্তান)

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়