News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৪, ১৪ জানুয়ারি ২০১৬
আপডেট: ০০:২১, ২৯ জুলাই ২০২০

বিএনপি নেতা ড. আর এ গণি আর নেই

বিএনপি নেতা ড. আর এ গণি আর নেই

ঢাকা: বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি নেই। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৯১ বছর।

আর এ গণি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

আর গণির ব্যক্তিগত সহকারী লেলিন জানিয়েছেন, রাত সোয়া ১২টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাতে মরদেহের গোসল শেষে স্কয়ার হাসপাতালে রাখা হবে।

লেলিন আরো জানান, বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে বা সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার সময়ের বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তিনি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়