তারেক রহমান জ্বরে আক্রান্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরসহ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তিনি।
এটি সাধারণ জ্বর না কোভিড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশের একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে তারেক রহমানকে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিএনপির সদস্য।
তারা জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার প্রাথমিক পরিকল্পনা থাকলেও এখন দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরতে চান তিনি। তারেক রহমান দেশে ফিরে নির্বাচনের আগে পুরো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান।
আরও পড়ুন: প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে: তারেক রহমান
জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তারেক রহমানের। এ জন্য ভিসা, টিকিট সংগ্রহসহ সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ওমরাহ পালনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার অগ্রগতি নিয়ে যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক শনিবার দুপুরে জানান, তিনি নিজেই শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
দেশজুড়ে নির্বাচনি প্রচারণাকাজে ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস ও একটি বুলেটপ্রুফ এসইউভি জাপান থেকে আনা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির এক সদস্য।
নিউজবাংলাদেশ.কম/এনডি