News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ১১ অক্টোবর ২০২৫

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে: তারেক রহমান

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে, বাধা হয়ে নয়।

শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজ আমরা উদযাপন করছি প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। একজন কন্যাসন্তানের বাবা হিসেবে জানি, মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার।”

তিনি বলেন, বিএনপি সরকার সবসময় মানুষের জীবন বদলে দেওয়ার ঐতিহ্য গড়ে তুলেছে। তিনি তুলে ধরেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তৈরি পোশাক শিল্প শুধু অর্থনৈতিক নয়, আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে গড়ে উঠেছিল, যা লক্ষ লক্ষ নারীর আয়, সম্মান ও স্বাধীনতা নিশ্চিত করেছে। পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ঘোষণা করা হয়।

তারেক রহমান উল্লেখ করেন, “মাধ্যমিক বিদ্যালয় সহায়তা প্রকল্প (Female Secondary School Assistance Project)* প্রথমবারের মতো মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণের হার ছেলেদের সমান করে তোলে। এটি বাল্যবিবাহ কমায় এবং শিক্ষার এক বৈপ্লবিক মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পায়।”*

বিএনপি ভবিষ্যতে কন্যাশিশু ও নারীর উন্নয়নের জন্য যে নীতিমালা অনুসরণ করবে, তার মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের নারী প্রধানের নামে, যাতে সহায়তা সরাসরি পৌঁছে। নারী উদ্যোক্তাদের জন্য SME ঋণ ও প্রশিক্ষণ নিশ্চিত করা। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো। নারীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা। মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা। পরিবার ও সামাজিক কল্যাণকে কেন্দ্রীয় নীতি হিসেবে গ্রহণ করা।

আরও পড়ুন: শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব: হাসনাত

শেষে তারেক রহমান বলেন, “আমরা শূন্য বুলি দিই না। বিশ্বাস, ঐতিহ্য ও অঙ্গীকারের ভিত্তিতে প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে অংশীদার হয়ে, বাধা হয়ে নয়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়