News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ১১ অক্টোবর ২০২৫

শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব: হাসনাত

শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব: হাসনাত

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব। শাপলা না পেলে এনসিপির নিবন্ধনেরও প্রয়োজন নেই।’

শুক্রবার (১০ অক্টোবর)সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না।’

ইসিকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু মানের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে, তা আগের অভিজ্ঞতা থেকেই শেখা উচিত।’

তিনি ইসিকে আইন মেনে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আরও অভিযোগ করেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে হুমকি দিচ্ছে, যেন আমরা শাপলা চাওয়া থেকে সরে আসি। কিন্তু শাপলা যদি জাতীয় প্রতীক হওয়ার কারণে না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাতিল করতে হবে— সেটিও জাতীয় প্রতীকের অংশ।’

আরও পড়ুন: পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি: ডা. জাহিদ

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপি সদস্য রবিউল মনির চৌধুরী, মজিবুর রহমান, মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়