পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অবস্থাতেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, আজকে যারা পিআরের কথা বলছেন, তারা জনগণের কাছে গিয়ে দেখতে পারেন, জনগণ আসলে কী চায়। কোনো অবস্থাতেই দলীয় স্বার্থ হাসিল করতে একটি পদ্ধতিকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে প্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, যেসব দল পিআরের কথা বলছেন, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেটা উল্লেখ করতে পারেন। দেশের জনগণ যদি তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন তারা পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বিগত ৬০ বছরের ইতিহাসে তারা সংসদে কতজন প্রতিনিধিত্ব করেছেন, বা দেশের মানুষ কখনো তাদের দায়িত্ব দিয়েছে কি না— সেটি ভাবার বিষয়। বিএনপি মনে করে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিদ্যমান সরাসরি ভোটের পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।
তিনি আরও বলেন, যারা নতুন নতুন কথা বলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, তারা খুঁজতেই পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর ধরে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে— সরাসরি ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এতেই দেশের মানুষ বিশ্বাস করে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে ডা. জাহিদ বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন— মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটির প্রতি আমরা আস্থা রাখি। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনারও একটি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করেছেন। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আমরা দল হিসেবে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবো।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, যারা নতুন পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চান, তাদের উদ্দেশ্য জনগণ ভালোভাবেই বোঝে। দেশে এখন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, এবং আমরা চাই নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন হোক।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, জননেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তাই বলা যায়, নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন।
৩০০ আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আমাদের জনগণের আস্থাভাজন হাজার হাজার সম্ভাব্য প্রার্থী রয়েছে। দলের চেয়ারম্যানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড যথাসময়ে মনোনয়ন দেবে। নির্বাচন কমিশন যখন নির্বাচনী সময়সূচি ঘোষণা করবে, তার আগে বা পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রার্থীদের নাম ঘোষণা করবে। জনগণের আগামী বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য যাদের প্রয়োজন মনে করবে দল, যথাসময়ে তাদের নাম ঘোষণা করা হবে। এটি নিয়ে কারো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
রংপুর বিভাগের প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রতিটিতেই এমপি হওয়ার যোগ্য ১০-১২ জন করে প্রার্থী রয়েছেন। একটি জনপ্রিয় দলে একাধিক প্রার্থী থাকা একেবারেই স্বাভাবিক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, তারা তাদের প্রতীকের দাবি জানাতেই পারে। তবে যে প্রতীক যুগ যুগ ধরে এই দেশে আছে, যে প্রতীকে জনগণ বহুবার ভোট দিয়েছে— সেই প্রতীক নিয়ে আপত্তি জানানো শোভনীয় নয়। জনগণ এসব বিষয় ভালোভাবেই লক্ষ্য করছে। প্রতীক নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে পিআর পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণির লোক নির্বাচনের প্রক্রিয়া প্রলম্বিত করতে এই পদ্ধতির দাবি তুলছে। যারা জনগণের নামে এই পদ্ধতির দাবি তুলেছেন, তারা প্রথমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এ দাবি তুলুন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা প্রয়াত আনিছুর রহমান লাকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আনিছুর রহমান গত বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিউজবাংলাদেশ.কম/পলি








