News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০১, ১৮ এপ্রিল ২০২৫
আপডেট: ২১:০২, ১৮ এপ্রিল ২০২৫

বাঞ্ছারামপুরে নির্যাতিত শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

বাঞ্ছারামপুরে নির্যাতিত শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুর চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে ঢাকা মেডিকেলে শিশুটির পাশে দাঁড়ান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম

এ সময় শিশুটির পরিবারের পাশে থেকে আইনি ও চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

আরও পড়ুন: আ. লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়কসহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হোন সাড়ে ৫ বছরের এই শিশু

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়