News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৮, ১৩ অক্টোবর ২০২৫

এবার শাপলা প্রতীকের দাবি নিয়ে ইসিতে আরেক দল

এবার শাপলা প্রতীকের দাবি নিয়ে ইসিতে আরেক দল

ছবি: সংগৃহীত

‘শাপলা’ প্রতীকের দাবিকে ঘিরে নির্বাচনী অঙ্গনে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছে। সম্প্রতি আরও একটি রাজনৈতিক দল—নিবন্ধিত বাংলাদেশ কংগ্রেস—ও এই প্রতীক ইসি থেকে দাবি করেছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দলীয় প্রতীক পরিবর্তনের আবেদনপত্র জমা দেন। দপ্তর সম্পাদক তুষার রহমান ব্যক্তিগতভাবে ইসিতে আবেদনপত্রটি জমা দেন।

দলটি জানিয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস শাপলাকে তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র, ব্যানার, পোস্টার ও লোগোতে সবসময় শাপলার ছবি ব্যবহার করা হয়েছে।

দপ্তর সম্পাদক তুষার বলেন, জাতীয় কংগ্রেস ডাব প্রতীকের পরিবর্তে শাপলা চায়। আমরা ২০১৭ সালে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছি, কিন্তু নির্বাচন কমিশন তা আমাদের দেনি। তাই যদি আগামীতে শাপলা প্রতীক গেজেটভুক্ত হয়, আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তা দেওয়া হোক। আমরা মূলত শাপলা প্রতীকের প্রথম দাবিদার।

২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন কংগ্রেসকে জানিয়েছিল যে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। তখন কংগ্রেস ‘বই’ প্রতীকের জন্য আবেদন করেছিল, তবে দলীয় লোগো ও অন্যান্য কাগজপত্রে তখনও শাপলার ব্যবহার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হয়, কিন্তু গেজেটভুক্ত প্রতীকের বাইরে অন্য প্রতীক দেওয়া সম্ভব না হওয়ায় অবশেষে তাদের ‘ডাব’ প্রতীক গ্রহণ করতে হয়।

আরও পড়ুন: শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই এনসিপির: সারজিস

একই সময়ে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। ৯ অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের বলেন, নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয়, সেটা শাপলা দিয়ে হবে। শাপলা ছাড়া নিবন্ধন আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০টি প্রতীর মধ্যে ‘শাপলা’ নেই। এনসিপি ইতিমধ্যেই ওই তালিকার বাইরে বিভিন্ন ভিন্ন ভার্সনের শাপলা নমুনা ছবি নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৪ সেপ্টেম্বর নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে তালিকাভুক্ত করার আবেদন করেছিল। তবে ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ জানান, তালিকায় শাপলা না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাবে না।

এর আগে, দুই জুলাই নাগরিক ঐক্য ‘কেটলি’ প্রতীকের পরিবর্তে শাপলা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিল। দুই অক্টোবর এনসিপি নির্বাচন কমিশনের বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নেওয়ার জন্য চিঠি দেয়, তবে সেই তালিকায় শাপলা ছিল না।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত প্রতীকের তালিকা অনুযায়ী নিবন্ধিত দলকে প্রতীক দিতে হয়। যেহেতু শাপলা তালিকায় নেই, তাই তা দিতে পারিনি। এখনও পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে ‘শাপলা’ প্রতীকের দাবিকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস এবং এনসিপি উভয়ই নিজেদের পক্ষ থেকে শাপলা প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন এবং উভয় দলই তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দাবি করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়