শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই এনসিপির: সারজিস

ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা শাপলা প্রতীকে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, দলের সিদ্ধান্তের ভিত্তি হলো দেশের স্বার্থ, আইনগত বৈধতা, এবং সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করা।
সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারজিস আলম বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনাসহ খুন-গুমের সরাসরি নির্দেশদাতা ও গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কোনো বাধা থাকবে না।
সারজিস আলম জানান, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সংক্রান্ত এনসিপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন সম্ভব এবং কার্যকর হতে পারে। ঐক্যমত কমিশনও এ বিষয়ে উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের দিকেই সিদ্ধান্ত নিয়েছে। যদি উচ্চকক্ষে পিআর সফল হয়, ভবিষ্যতে জনগণই নির্ধারণ করবে নিম্নকক্ষে পিআর চালু হবে কি না। তবে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে, কিন্তু নিম্নকক্ষে পিআরের পক্ষে নয়।
আরও পড়ুন: নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি চায় জামায়াত
শাপলা প্রতীকের আইনগত বৈধতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন আইন ও এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী শাপলা প্রতীকে নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই। আমরা আশা করি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করবে।
সাংগঠনিক প্রস্তুতি সম্পর্কে সারজিস আলম জানান, উত্তরাঞ্চলের সাংগঠনিক টিম ইতোমধ্যে ৩২টি জেলার প্রতিটিতে গিয়ে সমন্বয় সভা করেছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্য রাখছি। এরপর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলো ৩০ নভেম্বরের মধ্যে গঠন করতে চাই।
তিনি বলেন, বিচার, সংস্কার এবং জুলাই সনদ সম্পর্কিত কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি হলে গণতান্ত্রিক ধারায় সুষ্ঠ নির্বাচনের জন্য এনসিপির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
দেশের সাম্প্রতিক নীতিগত বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল যদি সরকার বিদেশিদের কাছে লিজ দেয়, দেশের স্বার্থে এনসিপি কোনো সিদ্ধান্তে দ্বিমত করবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমরা পদক্ষেপ নেব।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ জামালপুর জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।
সারজিস আলম সাংবাদিকদের অনুরোধ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি না করার চেষ্টা করা হোক।
নিউজবাংলাদেশ.কম/পলি