News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ১৩ অক্টোবর ২০২৫

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস ২০১৮ সালের নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলায় অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলাটি থেকে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। সে সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

আরও পড়ুন: পিআর পদ্ধতির নির্বাচন আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

অব্যাহতির পর মির্জা আব্বাস বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা উচিত।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়