News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১৩ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচন আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

পিআর পদ্ধতির নির্বাচন আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “আগামী নির্বাচনে জনগণ আবারও রায় দেবে যে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চলছে, যদিও বিভিন্ন বিঘ্ন ঘটানোর অপচেষ্টা দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে।”

আরও পড়ুন: নেসকো’র কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

সংসদীয় পদ্ধতির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। এটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষের বিষয়টি বাস্তবসম্মত নয়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়