টাঙ্গাইলে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
বুধবার সকাল আটটার দিকে উপজেলার গোবিন্দাসী নৌ ঘাট থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছে প্রাইভেটকারের চালক।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্বর এলাকায় ডিউটি করছিলেন সার্জেন্ট ওয়ালিদ।
এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটিকে দেখে সন্দেহ হয় ওয়ালিদের। সে প্রাইভেটকাটিকে সিগন্যাল দিলে দ্রুত ভূঞাপুর দিকে চলে আসে। পরে গোবিন্দাসী নৌঘাটে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকার থেকে বিভিন্ন পন্থায় মোড়ানো ৯৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ