News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৫, ২০ অক্টোবর ২০২৫

ঢাকা স্ট্রিম কর্মীর মৃত্যু: যৌন নিপীড়ন অভিযোগ তদন্ত দাবি 

ঢাকা স্ট্রিম কর্মীর মৃত্যু: যৌন নিপীড়ন অভিযোগ তদন্ত দাবি 

ফাইল ছবি

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর এক নারী কর্মীর মৃত্যুকে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের সুনির্দিষ্ট তদন্ত ও প্রাতিষ্ঠানিক দায় নিরূপণের দাবি জানিয়েছেন পাঁচজন বিশিষ্ট নারী। তারা সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদের কাছে পাঠানো খোলা চিঠিতে এ প্রশ্ন তুলেছেন।

চিঠিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক গীতিআরা নাসরীন, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, গবেষক ও অধিকারকর্মী সায়দিয়া গুলরুখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা। নিজেদের নারী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তারা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

‘আগুনের ঘটনায় নাশকতা কি না, তদন্তের পর জানা যাবে’

ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মরদেহ শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনাটির পেছনে কর্মস্থলের পরিবেশকে দায়ি করছেন।

স্বর্ণময়ীসহ ২৬ জন কর্মী প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন বলে জানা গেছে। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে- তদন্ত কমিটি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠন করা হয়েছিল কি না, বহিঃস্থ সদস্য ছিলেন কি না এবং কেন অভিযোগকে ‘অসৌজন্যমূলক আচরণ’ হিসেবে বিবেচনা করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ভিত্তিতে পাওয়া তথ্য প্রতিষ্ঠানটির প্রকাশিত বিবৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা প্রাতিষ্ঠানিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়