News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৪, ২০ অক্টোবর ২০২৫

‘আগুনের ঘটনায় নাশকতা কি না, তদন্তের পর জানা যাবে’

‘আগুনের ঘটনায় নাশকতা কি না, তদন্তের পর জানা যাবে’

ছবি: সংগৃহীত

দেশে পরপর কয়েক দিনে বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় এটি নাশকতা কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 

এ বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। 

তিনি বলেন, পরবর্তী তদন্ত শেষ হওয়ার আগে এসব বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

উপদেষ্টা আরও জানান, বৈঠকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আগুনের ঘটনাসহ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই সিদ্ধান্ত নেওয়া যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে জানান, এইবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা আগের কোনো নির্বাচনে প্রদান করা হয়নি। পাশাপাশি, তিনি উল্লেখ করেন যে, গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা প্রশাসনিক কর্মকর্তারা এবার দায়িত্ব পালন করতে পারবেন না।

আরও পড়ুন: আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: উপদেষ্টা বশির

পুলিশের জন্য ৪০০টি বডি ক্যামেরা কেনার বিষয়ে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং বিমান ভাড়া কমানো সম্ভব কিনা তাও আলোচনা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন, দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে।

এছাড়া তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে ই-গেইট খোলা হবে। প্রবাসীদের সুবিধার্থে ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট প্রদান শুরু হবে।

প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট ফি সমন্বয় প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা ও সাধারণ সকলের জন্য পাসপোর্ট ফি সমান হবে। আমরা দেশগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করব কতটুকু ফি কমানো সম্ভব। 

তিনি আরও বলেন, বিমান ভ্রমণে প্রবাসীদের জন্য সার্ভিস উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়