News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৫

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসি সচিব  বলেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক বেছে নিয়ে ইসিকে জানাতে হবে। তা না হলে ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে।

আরও পড়ুন: বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো শুরু হবে: আইন উপদেষ্টা

তিনি আরও বলেন, “শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করে। ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটি তাদের বিষয়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়