ঢাকা সেনানিবাসের এমইএস ভবন সাময়িক কারাগার ঘোষণা
ফাইল ছবি
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।
রবিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে প্রজ্ঞাপনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসস্থ বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, যথাযথ
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে ভবনটি কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু বলা হয়নি।
আরও পড়ুন: ঢাকার সাবেক চিফ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
এর আগে সেনা সদর থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন অবসরে, একজন এলপিআর-এ এবং ১৫ জন বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন। ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয় এবং ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, নির্দেশনা অনুযায়ী ১৫ জন সেনা কর্মকর্তা সেনাসদরে উপস্থিত হয়েছেন এবং তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যাচ্ছে না। তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
এই পরিস্থিতিতে সরকার কর্তৃক এমইএস ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তটি বিশেষ গুরুত্ব বহন করছে। ভবনটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, যদিও এর নির্দিষ্ট কার্যকারিতা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








