News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬, ৬ অক্টোবর ২০২৫

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে: সিইসি

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে: সিইসি

এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের জন্য প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ হালকা করেছে। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার কারণে সংলাপ কিছুটা দেরিতে হচ্ছে। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার বলছি। আজকের সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আপনারা (গণমাধ্যম) যেভাবে সহযোগিতা করবেন তা নির্বাচনের স্বচ্ছতা ও সমান সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। মিসইউনফরমেশন ও ডিসইনফেমেশন মোকাবিলায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

সিইসি জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে কমিশন ইতিমধ্যেই বড় কাজ এগিয়ে নিয়েছে, বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ।

“২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করেছি। ভোটার তালিকাভুক্তির সংখ্যা ৪৩ লাখের বেশি হয়েছে। নারীদের ভোটার সংখ্যা বৃদ্ধির ফলে পুরুষ-নারীর ব্যবধান ৩০ লাখ থেকে ১৮ লাখে এসেছে। আমরা ভোটারদের মধ্যে আগ্রহ ফেরাতে পদক্ষেপ নিয়েছি।”

প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান নাসির উদ্দিন। এছাড়া ভোটের দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও হাজতিদের ভোট অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, “আইনের পূর্বে সুযোগ থাকলেও এবার আমরা এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। গণমাধ্যমসহ সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব নয়।”

আরও পড়ুন: নগর উন্নয়নে টেকসই ও পরিবেশবান্ধব সমাধানে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

সংলাপের সঞ্চালনা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ, এ সময় উপস্থিত ছিলেন চার কমিশনার, ইসির কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ভোট সংলাপ শুরু করে ইসি। প্রথমে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়