পিএসসি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতা গ্রেফতার
ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, মতিউর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার্থীদের কাছে সাজেশনের নামে প্রশ্ন সরবরাহ করতেন। প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা নিত চক্রটি।
সিআইডির দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একই কায়দায় জালিয়াতি করে আসছিল। ফেসবুক বিজ্ঞাপন থেকে পাওয়া সূত্র ধরে পেজ অ্যাডমিনকে শনাক্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর থেকে মতিউরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আগস্টে সড়ক ঝরল ৫০২ প্রাণ
এ ঘটনায় পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদেরও গ্রেফতার করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








