News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:৪৬, ২ আগস্ট ২০২৫

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ১১টি ইউনিট টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, “গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”

আগুন লাগার পরপরই ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে ভবন থেকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়