গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এদিন সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নেভাতে বর্তমানে মোট ১১টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত জনসমাগম এবং ঘনবসতিপূর্ণ এলাকাটিতে আগুন লাগায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি