‘শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ’
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা অবিলম্বে দন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করুন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।
এদিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে আজ-কালের মধ্যে ভারতকে চিঠি পাঠানো হবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান
তিনি বলেন, চিঠি পাঠানোর প্রক্রিয়া দুটি মাধ্যমে সম্পন্ন হবে: স্থানীয়ভাবে ভারতীয় হাইকমিশনার এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে। চিঠি পাঠানোর পর ভারতের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি ভারত চিঠির জবাব না দেয়, সে ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে।
অন্যদিকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আসন্ন দিল্লি সফরে বিষয়টি আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, সফরের এজেন্ডা ভিন্ন। তবে প্রয়োজনে আলোচনা হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দণ্ডপ্রাপ্ত তাদের ফেরত আনতে হবে। যেহেতু আদালত শাস্তি দিয়েছেন, সে জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাব।
তিনি ব্যাখ্যা করেন, চিঠি পাঠানোর দুটি প্রক্রিয়া রয়েছে: একটি অফিসিয়াল নোটের মাধ্যমে পাঠানো হবে, যা স্থানীয়ভাবে ভারতের মিশনকে হ্যান্ডওভার করা যাবে, অথবা বাংলাদেশের মিশন সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করতে পারবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








