News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৫, ১০ অক্টোবর ২০২৫

‘সংশয় নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন, শুরু হয়েছে নির্বাচনী আমেজ’

‘সংশয় নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন, শুরু হয়েছে নির্বাচনী আমেজ’

ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সব ধরনের বাধা ও সংশয় ধুয়ে মুছে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই স্থান থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

প্রেস সচিব জানান, ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। 

তিনি বলেন, জামালপুরের হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখেছি। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম ঘোষণা করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।

শফিকুল আলম আরও বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল ইতোমধ্যেই একমত হয়েছে, কোনো বড় ধরনের সমস্যা নেই।

আরও পড়ুন: নির্বাচন বানচালের কৌশল নিয়েছে পতিত স্বৈরাচার: প্রেস সচিব

প্রেস সচিব মেয়াদী রাজনৈতিক ঘটনা সম্পর্কেও জানান, আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি বলেন, শহিদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছালে তার সঙ্গে কথা বলে জানা যাবে—কবে তিনি বাংলাদেশে আসবেন।

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শফিকুল আলম পূর্বে হালুয়াঘাট সড়ক দিয়ে যাচাই–পর্যবেক্ষণ করেছেন, যেখানে নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র তিনি সরাসরি চোখে দেখেছেন।

প্রেস সচিবের এই মন্তব্য থেকে বোঝা যায়, দেশের নির্বাচনী প্রক্রিয়া ইতোমধ্যেই সক্রিয়ভাবে শুরু হয়েছে এবং আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী পরিবেশ আরও গতি পাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়