আগস্টে সড়ক ঝরল ৫০২ প্রাণ
ফাইল ছবি
গত আগস্ট মাসে সারাদেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ১ হাজার ২৩২ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্টে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন, আহত হয়েছেন ২২ জন এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৬১ জন আহত হয়েছেন।
এ সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৪৪ জন আহত হন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ১৯ শতাংশ এবং নিহতের ৩৫ দশমিক ০৫ শতাংশ।
ভৌগোলিক বিচারে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে- ১৩২টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত ও ৩৩৩ জন আহত। আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশালে- ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী।
আরও পড়ুন: ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, সড়কের গর্ত, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, রোড সাইন ও ডিভাইডারের অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গতি -এসবই আগস্ট মাসে দুর্ঘটনা বৃদ্ধির প্রধান কারণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








