News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৫

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, গত ২৭ আগস্ট ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে ওয়েস্টিন হোটেলে একটি কক্ষ ভাড়া নেন জ্যাকসন। টানা দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা দূতাবাস ও পুলিশকে বিষয়টি জানায়।

পরে দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গিয়ে কক্ষে প্রবেশ করে। সেখানে জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়।

আরও পড়ুন: নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

ওসি হাফিজুর রহমান বলেন, মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়