News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ১৫ আগস্ট ২০২৫

অফিসকর্মীদের জন্য চোখের শুষ্কতা দূর করার কার্যকর টিপস

অফিসকর্মীদের জন্য চোখের শুষ্কতা দূর করার কার্যকর টিপস

ছবি: ইন্টারনেট

টানা কম্পিউটারে কাজ, মোবাইল স্ক্রিনে চোখ রাখা বা টিভি দেখায় দিনের বড় একটি অংশ কেটে যায় স্ক্রিনের সামনে। এতে অনেক সময় চোখের পলক ফেলাও কমে যায়। এর ফলেই চোখে দেখা দিতে পারে শুষ্কতা ও ক্লান্তি।

চোখকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি। এগুলো চোখকে রাখবে সতেজ ও আরামদায়ক। চোখের শুষ্কতা ও ক্লান্তি দূর করতে করণীয়- 

সানগ্লাস বা চশমা ব্যবহার করুন
সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ও ধুলাবালি থেকে রক্ষা পেতে বাইরে গেলে চশমা ব্যবহার করুন।

স্ক্রিনের ব্রাইটনেস ও কনট্রাস্টে সামঞ্জস্য রাখুন
কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহারের সময় স্ক্রিনের আলো যেন চোখের জন্য আরামদায়ক হয়, সে দিকে খেয়াল রাখুন।

বড় ফন্ট ব্যবহার করুন
বড় ফন্টে কাজ করলে চোখের ওপর চাপ কম পড়ে।

পাঠ উপযোগী ব্রাইটনেস সেট করুন
পাঠযোগ্যতা বাড়ানোর জন্য স্ক্রিনের আলো এমনভাবে ঠিক করুন, যেন চোখে চাপ না পড়ে।

পর্যাপ্ত বিশ্রাম নিন
চোখের ক্লান্তি দূর করতে নিয়মিত বিরতি নিয়ে চোখ বিশ্রাম দিন।

দিনের শুরু ও শেষের পানির ঝাপটা
সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত ২০ বার করে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন।

চোখের হালকা ব্যায়াম করুন
কম্পিউটারে কাজ করার ফাঁকে চোখ বন্ধ করে আস্তে আস্তে খুলুন, তারপর চারদিকে তাকিয়ে দৃষ্টি ঘোরান।

আরও পড়ুন: স্মৃতিশক্তি কমায় যে ৩ পানীয় 

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
চোখ ধোয়ার পরে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে চোখ থাকবে স্নিগ্ধ ও হাইড্রেটেড। আন্ডার আই ক্রিম ব্যবহার রাতে ঘুমানোর আগে আন্ডার আই ক্রিম ব্যবহার করলে চোখের নিচের কালচে ভাব কমে।

তালুর উষ্ণতা চোখে দিন
দু’হাতের তালু ঘষে গরম করে চোখের বন্ধ পাতার ওপর ১০ সেকেন্ড রাখুন। এতে চোখ শিথিল হয়।

চোখের পাতা ফেলতে ভুলবেন না
একটানা এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পাতা ফেলুন। এতে চোখ স্বাভাবিকভাবে পিচ্ছিল ও সতেজ থাকে।

ঘরোয়া পদ্ধতিতে আরাম-
আলু বা শসা ব্যবহার- চোখের নিচের কালি দূর করতে আলু বা শসা গ্রেট করে ১০ মিনিট চোখের ওপর রাখুন।

প্রচুর পানি পান করুন-দেহে পানির ঘাটতি চোখে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।

ভিটামিন এ ও ডি-সমৃদ্ধ খাবার খান-খাদ্যতালিকায় রাখুন গাজর, ডিমের কুসুম, কলিজা, দুগ্ধজাত খাবার ইত্যাদি।

চিকিৎসকের পরামর্শ জরুরি-তবে চোখে যদি অতিরিক্ত শুষ্কতা, জ্বালা বা কোনো অসুবিধা দেখা দেয়, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চোখ নিয়ে অবহেলা নয়

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়